জনকণ্ঠ, ২৯ জানুয়ারি, ২০০৮, পৃ. ৩
নির্মিয়মানপ্রতিমা ভাংচুর
পিরোজপুর, ২৮ জানুয়ারি, নিজস্ব সংবাদদাতা: পিরোজপুর শহরের পালপাড়ায় সরস্বতী প্রতিমা ও কালী প্রতিমাসহ ৩৪টি প্রতিমা দুর্বৃত্তরা রবিবার রাতে ভেঙ্গেছে। এগুলো আসন্ন সরস্বতী ও কালীপুজার জন্য প্রতিমা কারিগররা তৈরি করছে। প্রতিমাগুলোর বেশিরভাগ মাথা, হাত, পা ভাঙ্গা হয়েছে। প্রতিমা কারিগর বিনোদ পাল, গৌরহরি পাল জানান চারটি বড় কারখানায় এ প্রতিমাগুলো তৈরি হয়। একশ বছরের ইতিহাসে এ ধরণের এত বড় ঘটনা আর কখনও ঘটেনি। প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে ছিল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment